Home খেলাধুলা বিপিএলের ড্রাফটে ‘সি’ গ্রেডে জায়গা পাওয়ায় ক্ষোভ প্রকাশ ইমরুল কায়েসের, প্রশ্ন তুললেন...

বিপিএলের ড্রাফটে ‘সি’ গ্রেডে জায়গা পাওয়ায় ক্ষোভ প্রকাশ ইমরুল কায়েসের, প্রশ্ন তুললেন গ্রেডিং পদ্ধতি নিয়ে

15
0

ইমরুল কায়েস খোলাখুলিভাবে তাঁর হতাশা প্রকাশ করেছেন। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ‘সি’ গ্রেডে জায়গা পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এই ওপেনার। বিসিবি আসন্ন বিপিএলের জন্য ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়কে ৬টি শ্রেণিতে ভাগ করেছে, যেখানে দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে থাকা মাশরাফি বিন মুর্তজা ‘বি’ গ্রেডে থাকলেও, ইমরুলকে রাখা হয়েছে ‘সি’ গ্রেডে। ইমরুল এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মাশরাফির বিষয়টিও ইঙ্গিত করেছেন।

কুমিল্লাকে ৩টি শিরোপা জিতিয়েছেন ইমরুল

তিনি পোস্টে লিখেছেন, “বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের গ্রেডিং কীভাবে করা হয়, তা বুঝতে পারছি না। জাতীয় দল, ঘরোয়া পারফরম্যান্স, নাকি শুধু নাম দেখে এই গ্রেডিং করা হয়?” তিনি আরো বলেন, “যারা সারাবছর ক্রিকেটের বাইরে, তারা ‘বি’ গ্রেডে, আর যারা ভালো পারফর্ম করেছে, তারা ‘সি’ গ্রেডে। তবে কি শুধু নাম দেখে গ্রেড ঠিক করা হয়?”

ইমরুল নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ২০১৮-১৯ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ভালো করতে না পারায় তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু পরের মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ৪৪২ রান করলেও, তাকে জাতীয় দলে ফিরিয়ে আনা হয়নি। তিনি প্রশ্ন করেন, “বিপিএলে পারফর্ম না করলে বাদ দেওয়া হয়, কিন্তু পারফর্ম করলেও কোনো মূল্যায়ন হয় না, তাহলে আমাদের ক্রিকেটের দুরবস্থা কি কাটবে না?”

গত বিপিএলে কুমিল্লার হয়ে ৫ ম্যাচে ১৫২ রান করা ইমরুল বিপিএলের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক। ১১১ ম্যাচে তার সংগ্রহ ২৩৪০ রান। এছাড়া অধিনায়ক হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে তিনটি শিরোপাও জিতিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here