Home Entertainment ভিসা জটিলতায় দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন তাসনিয়া ফারিণ

ভিসা জটিলতায় দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন তাসনিয়া ফারিণ

8
0

কলকাতার সিনেমা ‘প্রতীক্ষা’-তে অভিজিৎ সেনের পরিচালনায় দেবের বিপরীতে অভিনয়ের কথা ছিল তাসনিয়া ফারিণের। নভেম্বরের শুরুর দিকে কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং শুরুর পরিকল্পনা ছিল। যদিও শুটিং নিয়ে আগের খবর পুরোনো, নতুন খবর হলো—ফারিণ আর এ সিনেমাটিতে কাজ করছেন না।

তাসনিয়া ফারিণ | ছবি: ফেসবুক

সোমবার সন্ধ্যায় ফারিণ নিশ্চিত করেন, ‘বিভিন্ন অনিশ্চয়তার কারণে সিনেমাটি থেকে সরে এসেছি। রোববার রাতে প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত সিনেমাটির কাজও বন্ধ রয়েছে।’

কেন এমন হলো জানতে চাইলে ফারিণ বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে ভারতের ভিসা পেতে সমস্যা তৈরি হয়েছে। যদি নভেম্বরের শিডিউল অনুযায়ী শুটিং শুরু করা না যায়, তাহলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল মিলবে না। কিন্তু সঠিক সময়ে ভিসা পাওয়াও অনিশ্চিত। তাই সিনেমাটি করা সম্ভব হচ্ছে না।’

নিজের এ সিদ্ধান্ত সম্পর্কে ফারিণ বলেন, ‘সিনেমার কাজ নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলাম। শুটিং নভেম্বরের শুরুর দিকে শুরু হলে, প্রি-প্রোডাকশনের কাজ সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু ভিসা সমস্যার কারণে সেটিও অনিশ্চিত ছিল। এতে নতুন কোনো কাজও হাতে নিতে পারছিলাম না। এখন অন্তত সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছি।’

সিনেমাটি বাতিল হওয়ায় একই সময়ে একটি নতুন ওটিটি প্রজেক্টে কাজ নিচ্ছেন তিনি। তিনি জানান, ‘সিনেমার কারণে অনেক কাজ হাতছাড়া করেছি। তবে এই সময়ে নতুন একটি ওটিটি প্রজেক্ট হাতে নিয়েছি, যা বড় বাজেটের।’

দেব ও মিঠুন চক্রবর্তীর মতো তারকাদের সঙ্গে কাজ করতে না পারায় আফসোস হচ্ছে কি না জানতে চাইলে ফারিণ বলেন, ‘নিশ্চয়ই কিছুটা আফসোস আছে, কারণ তাঁদের মতো তারকাদের সঙ্গে কাজ করলে আমার ক্যারিয়ারে প্রভাব পড়ত। তবে আগেও কলকাতার একটি সিনেমায় কাজ করেছি, তাঁদের সঙ্গে পরিচয় আছে। তাঁরা নিয়মিত আমার কাজ দেখেন। ভবিষ্যতে হয়তো আরও বড় কোনো কাজ হতে পারে।’

এর আগে ‘পাত্রী চাই’ নামে আরেকটি কলকাতার সিনেমায় ফারিণের কাজ করার কথা ছিল, কিন্তু সেটিও বাতিল হয়। পরপর দুটি সিনেমার কাজ বাতিল হওয়াকে তিনি কাকতালীয় বলেই মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here